”শুরুটা মোটেও সহজ ছিলো না কিন্তু শুধুমাত্র ইচ্চাশক্তি এবং পরিশ্রমের মাধ্যমেই আজ সফলতার মুখ দেখেছি” এইভাবেই নিজের সাফল্যের বর্ণনা দিয়েছেন জাহিদ ডেইরি ফার্মের কর্ণধার মো. জাহিদ হোসেন। ২০১৫ সালে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির সুবাদে নিজ জেলা কুড়িগ্রাম থেকে ঢাকা আসেন তিনি। কিন্তু প্রথম থেকেই তার ইচ্ছা ছিলো নিজে কিছু করার । সেই চিন্তা থেকে শুরু করেন টাকা জমানো। ২০১৭ সালে মাত্র ৪ টি গরু নিয়ে ঢাকার রায়ের বাজার এলাকায় জমি লিজ নিয়ে শুরু করেন যাত্রা।
বর্তমানে তার খামারে ২৮ টি ষাড় গরু আছে। সাধারণত তার খামারে শাহিয়াল,সিন্ধি এবং ফিজিয়ান এই তিন জাতের গরু রয়েছে।গরু গুলো তিনি সিরাজগঞ্জ,মানিকগঞ্জ,ময়মনসিংহ, কুড়িগ্রাম এলাকা থেকে সংগ্রহ করেন। একটি গরু সর্বোচ্চ ৩/৪ মাস লালন-পালন করেন তিনি।তার খামারে ৩ জন কর্মচারী দৈনিক কাজ করে থাকেন।তিন জন কর্মচারীর মাসিক বেতন ৩০,০০০ টাকা। খাবার হিসেবে গমের ভূষি,খড়,ঘাস দিয়ে থাকেন তিনি।তার খামার থেকে সর্বাধিক মূল্যে বিক্রিত গরুর দাম ২,৮০,০০০ টাকা। গরুর যে কোনো সমস্যায় স্থানীয় প্রাণিসম্পদ অফিসারের সাথে যোগাযোগ করেন তিনি।
বর্তমানে এই খামার থেকে তার বাৎসরিক আয় প্রায় ১২ লাখ টাকা।তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন , খামারটিকে ঘিরে অনেক স্বপ্ন রয়েছে তার।খামারটিকে আধুনিক এবং আরও বড় করতে চান তিনি। গরুর খামারের পাশাপাশি ভেড়ার খামার করার পরিকল্পনা রয়েছে তার।