গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ বাঘিনীটি মারা গেছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে সাফারি পার্কে বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় এটি মারা যায়।সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. ইমরান আহমেদ কালের কণ্ঠকে জানিয়েছেন, প্রায় দেড় মাস ধরে অসুস্থ ছিল বাঘিনীটি। এর মধ্যে গত ৯ দিন ধরে পুরোপুরি খাবার খাওয়া ছেড়ে দিয়েছিল। গতকাল মঙ্গলবার থেকেই এর অবস্থা ছিল সংকটাপন্ন। আজ (বুধবার) সকাল ১০টার দিকে মারা যায় বাঘিনীটি।
তিনি আরো জানান, মারা যাওয়ার পর দুপুরে মৃত বাঘিনীর ময়নাতদন্ত করা হয়। বাঘিনীর অঙ্গ-প্রত্যঙ্গের বিভিন্ন নমুনা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারসহ বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এরপর এর মরদেহ সাফারি পার্কের ভেতর মাটিচাপা দেওয়া হয়।সাফারি পার্কের কর্মকর্তারা জানায়, বাঘিনীটি ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল। এর বয়স হয়েছিল প্রায় ১৪ বছর। এটি মারা যাওয়ায় এখন সাফারি পার্কে বাঘিনী আছে পাঁচটি, বাঘ তিনটি। এদের মধ্যে একটি সাদা বাঘও রয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত ৬ ফেব্রুয়ারি থেকে ওই বাঘিনীটি খাবার খাওয়া কমিয়ে দেয়। এরপর ক্রমশ দুর্বল হয়ে পড়ে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে পুরোপুরি খাবার খাওয়া ছেড়ে দেয়।
শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান কালের কণ্ঠকে জানান, বাঘিনী মারা যাওয়ার ঘটনায় সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিুকুল ইসলাম সন্ধ্যায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর এই পার্কে একটি সিংহী মারা যায়। আর ১৯ নভেম্বর মারা যায় একটি ব্লু ওয়াইল্ডবিস্ট। গত বছরের শুরুতে এক মাসে ১১টি জেব্রা এবং একটি করে বাঘ ও সিংহী মারা যায়।
সূত্র:কালের কন্ঠ
Post Views: ২৩৯