শাইখ সিরাজ
১৩টি চ্যানেলে মাছ চাষ হলেও প্রযুক্তিটি সচল রাখতে পুরো ৬০ বিঘার পুকুরটিকেই ব্যবহার করা হয়। চ্যানেলগুলোতে বেশি ঘনত্বে আর চ্যানেলের বাইরে প্রচলিত পদ্ধতিতে মাছ চাষ চলছে। আকবর আরো জানিয়েছেন, প্রযুক্তি ব্যবহার করায় মাছের মৃত্যুহারও কমেছে অনেক গুণ। মাছের বর্জ্যকেও সম্পদে রূপান্তরিত করছেন তিনি। সেই বর্জ্য যন্ত্রের সাহায্যে তুলে ফল ও সবজি চাষে সার হিসেবে ব্যবহার করছেন। এতে পানি যেমন পরিষ্কার থাকছে, তেমনি সবজি ও ফলের সার খরচও লাগছে না।
প্রযুক্তি ব্যবহারের ফলে আকবরের খামারে দিনে দিনে উৎপাদন বাড়ছে। তিনি এরই মধ্যে বিনিয়োগ তুলে এনেছেন। আকবর জানালেন, মানসম্মত পোনা পাওয়া গেলে আইপিআরএসে উৎপাদিত মাছে লাভ বেশি। খাদ্য নিরাপত্তার পাশাপাশি আমাদের এখন ভাবতে হচ্ছে নিরাপদ খাদ্যের বিষয়েও। সে প্রশ্নে প্রযুক্তিভিত্তিক কৃষির বিকল্প নেই। বিদেশের মানসম্পন্ন মাছের বাজার ধরতেও প্রস্তুত আকবর হোসেনের মতো অনেক মাছ চাষি। সরকারের উচিত হবে মাছ রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।