রাজস্ব খাতে ১৬তম গ্রেডে ১৩ ধরনের পদে মোট ৬৩৮ জন কর্মী নেবে প্রাণিসম্পদ অধিদপ্তর। সবচেয়ে বেশি কর্মী নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে, ৪৬১ জন। আবেদন করতে হবে অনলাইনে ১৯ মে ২০২৪ তারিখের মধ্যে। পদভেদে যোগ্যতা, আবেদনপদ্ধতি, নিয়োগ পরীক্ষার ধরন ও প্রস্তুতি নিয়ে লিখেছেন ফরহাদ হোসেন
প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নিরীক্ষা করে দেখা যায়, ২০২৩ সালের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানসহ বেশ কিছু পদের পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন করা হয়েছে। এতে ৭০ নম্বরের মোট এক ঘণ্টার পরীক্ষা নেওয়া হয়েছে। তবে নিয়োগ কর্তৃপক্ষ জানায়, আবেদন জমা নেওয়ার পর নিয়োগ কমিটি কর্তৃক সিদ্ধান্ত মোতাবেক নিয়োগবিধি অনুসারে পরীক্ষার যাবতীয় বিষয় ও পরীক্ষাপদ্ধতি নির্ধারণ
করা হবে।
বিগত প্রশ্নপত্রের আলোকে প্রস্তুতি : প্রাণিসম্পদ অধিদপ্তরের লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এই চার বিষয়েই প্রশ্ন করা হয়েছে। অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদের পরীক্ষায় দেখা গেছে, বাংলা ও সাধারণ জ্ঞান মিলে ৩৫ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর এবং গণিতে ১৫ নম্বরের প্রশ্ন করা হয়েছে। মূলত পদ অনুসারে লিখিত পরীক্ষার প্রশ্ন করা হয় মাধ্যমিক শ্রেণির পাঠ্য বই থেকে। আগের পরীক্ষার প্রশ্নপত্রে দেখা গেছে, বাংলায় ব্যাকরণ অংশ থেকেই বেশি প্রশ্ন করা হয়েছে। গদ্য ও পদ্য অংশ থেকে সামান্য কয়েকটি প্রশ্ন ছিল। বাংলা বিষয়ের প্রস্তুতিতে প্রার্থীদের ব্যাকরণ অংশকেই বেশি জোর দিতে হবে। ইংরেজির গ্রামার অংশ থেকেই বেশি প্রশ্ন করা হয়েছে। ইংরেজি বিষয়েও গ্রামার অংশের কমন ও গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আয়ত্তে রাখতে হবে। গণিত বিষয়ে অষ্টম শ্রেণির পাটিগণিত অংশ থেকেই বেশি প্রশ্ন করা হয়েছে। তাই পাটিগণিতে জোর দিতে হবে লসাগু, গসাগু, শতাংশ, গড় নির্ণয়, শতকরা, সুদ কষা, অনুপাত ও সমানুপাত, সরলসহ অন্যান্য অধ্যায়ের ওপর।
সাধারণ জ্ঞান বিষয়ের সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়সহ বিজ্ঞান, কম্পিউটার, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, বাংলাদেশ প্রসঙ্গ ও বিশ্ব, এসব বিষয়ের ওপর প্রস্তুতি নিতে হবে। অধিদপ্তরের ১৬তম গ্রেডের আগের অনেকগুলো পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায় ইন্টারনেটে। প্রশ্নপত্রগুলো বর্তমান পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ কাজে দেবে। লাইব্রেরিগুলোতে ক্যাশিয়ার, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, ল্যাবরেটরি টেকনিশিয়ান ও ড্রাইভার পদের নিয়োগ পরীক্ষার পুরনো প্রশ্নপত্রসহ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়ক বই পাওয়া যায়। বইগুলো বেশ ভালো স্টাডি করলে নিয়োগ পরীক্ষায় ভালো করার সুয়োগ তৈরি হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা: সব পদেই নিয়োগ দেওয়া হবে রাজস্ব খাতে। তাই নিয়োগপ্রাপ্তরা ‘জাতীয় বেতন স্কেল ২০১৫’ অনুযায়ী ১৬তম গ্রেডের নির্ধারিত ৯,৩০০-২২,৪৯০ টাকা স্কেলে বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।