সাইফুল মাসুম, ঢাকা
উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও গবাদিপশু শনাক্তকরণে শুরু হয়েছে নিবন্ধন কার্যক্রম। এতে বারকোডের মাধ্যমে জানা যাবে নিবন্ধিত পশুর জাত, খাদ্যাভ্যাস, রোগসহ বিস্তারিত তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, নিবন্ধনের কারণে গবাদি-পশুর ব্যবস্থাপনা সহজ হবে, স্বাস্থ্য- ঝুঁকিও কমিয়ে আনা সম্ভব হবে। মাংসের উৎস শনাক্তকরণের কারণে বিদেশি ক্রেতারাও মাংস কিনতে উৎসাহিত হবে।
শাহাজাদপুরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বিল্লাল হোসেন বলেন, গবাদিপশুর নিবন্ধন করাতে পেরে খামারিরা বেশ খুশি।
বিআইএনএলআই কর্মসূচির ডেপুটি প্রজেক্ট ম্যানেজার অরবিন্দ কুমার সাহা জানান, ‘পশুর কানে ট্যাগ থাকলে ভ্যাকসিনেশন, চিকিৎসা ও ব্যবস্থাপনায় সুবিধা হবে। বিদেশে মাংস পাঠালে ওই পশুর তথ্য পাঠাতে হয়। নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে মাংস রপ্তানি করা সহজ হবে। বাংলাদেশে এমন কার্যক্রম আগে কখনো হয়নি।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে কুয়েত ও মালদ্বীপে মাংস রপ্তানি হচ্ছে। সৌদি আরব সরকারের সাময়িক নিষেধাজ্ঞার কারণে সেখানে রপ্তানি বন্ধ রয়েছে। গরুর ক্ষুরারোগ ও ছাগলের পিপিআর (ভাইরাসজনিত) রোগের প্রবণতার কারণে মাংস রপ্তানি করা যাচ্ছে না। কোন পশু রোগমুক্ত, সেটাও শনাক্ত করা সঠিকভাবে হচ্ছে না। গবাদিপশু নিবন্ধনের আওতায় এলে শনাক্ত করা সহজ হবে।
জানতে চাইলে এলডিডিপির চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘দেশে গবাদিপশুর বিস্তারিত তথ্য ডেটাবেইস করা হয় না, মাংস রপ্তানিতে পিছিয়ে পড়ার এটাও বড় কারণ। তিনি বলেন, ক্রেতারা জানতে চায় গবাদিপশু রোগমুক্ত কি না। এমনকি পশুর দাদা-দাদি, নানা-নানির পর্যন্ত তথ্য চায়। ফলে নিবন্ধনপ্রক্রিয়া শুরু না করলে রপ্তানির দরজা খুলবে না।’