সুজন মৃধা। তিনি থাকেন আমেরিকায়, কিন্তু দেশকে ভুলে যাননি। কৃষি যে দেশের মানুষের রক্তে মিশে আছে তা আর একবার প্রমাণিত। দূর প্রবাসে বসেই দেশে গড়ে তুলেছেন খামার। যে খামারে পালন করা হচ্ছে গরু, ছাগল ও দুম্বাসহ হাঁস-মুরগিও। শুধু তাই নয়, আছে পুকুর ভরা মাছও। নিজের জমিতেই রবি শস্য ও ঘাস চাষ করে লালন-পালন করছেন গবাদিপশুগুলো।
আমেরিকা প্রবাসী সুজন মৃধা এক সময় স্বপ্ন দেখতেন এলাকায় গড়ে তুলবেন বিশাল খামার। যেখানে থাকবে সব ধরনের গবাদিপশু ও হাঁস-মুরগি ও পুকুর ভরা মাছ। কিন্তু এই স্বপ্নের মাঝেই ২০০৯ সালে ডিবি লটারির মাধ্যমে ধরা দেয় আরেক স্বপ্ন আমেরিকা যাত্রা। তবে তিনি লালিত স্বপ্নকে ভুলে যাননি। আমেরিকায় বসেই করেছেন তার এই স্বপ্নের খামার।
সুজন মৃধার বাড়ি পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকায়। আর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে গড়ে তুলেছেন ৮ একর জমি নিয়ে গড়ে তুলেছেন সমন্বিত এ বৃহৎ খামার।
স্থানীয়রা বলছেন, সুদূর আমেরিকায় বসেও খামার পরিচালনা করছেন সুজন মৃধা। তার স্বপ্ন থেকে সে এটা করছে। এতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। গ্রাম উন্নয়নে এভাবে সবাই ভূমিকা রাখলে পাল্টে যাবে গ্রামের চিত্র।