ঢাকা, ২০/০৫/২৪ খ্রি।
ই গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩ -২৪ এর কর্মসম্পাদন সূচক(১. ৩. ১) এর আওতায় মন্ত্রণালয়/ বিভাগসহ আওতাধীন দপ্তর/ সংস্থা/ বিভাগীয় অফিস সমূহের অংশগ্রহণে ন্যূনতম একটি ইনোভেশন (innovation) প্রদর্শনী (শোকেশিং) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ মে রোববার সকাল ১০ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাং সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো. মামুনুর রশিদ ভুইয়া, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) এটু আই প্রোগ্রাম। কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মন্ত্রণালয়ের চিফ ইনভেশন অফিসার জনাব মো. তোফাজ্জেল হোসেন।
ইনোভেশন (Inovation) কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর/সংস্থার ইনোভেশনটিম ২৬ টি উদ্ভাবন প্রদর্শন করেন। দিনব্যাপী এই শোকেসিং অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবনের প্রদর্শনী ও মূল্যায়ন শেষে সমাপনী পর্বে পাঁচটি উদ্ভাবনকে যৌথভাবে পুরস্কৃত করা হয়। এবার সুকেশ সিং অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন অফিস পোল্ট্রি প্রোডাকশন, সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার , জামালগঞ্জ , জয়পুরহাট (প্রেষণে আঞ্চলিক হাঁস প্রজনন খামার, নওগাঁ)। । এছাড়া যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেন মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের দুটি উদ্ভাবন। এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ও মেরিন ফিশারিজ একাডেমি এর দুটি উদ্ভাবন।
ইনোভেশন শোকেসিং এর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ তোফাজ্জল হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যপ্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এটিএম মোস্তফা কামাল। সমাপনীপর্বে সকল উদ্ভাবক কে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সকল দপ্তর/সংস্থার প্রধানগণ ও ইনোভেশনটিম (invation team) এর সকল সদস্যসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মো. সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।