ঢাকা,২৮/০৫/২৪ খ্রি।
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কৃষি মিডিয়াভিত্তিক ত্রৈমাসিক প্রান্তিক কর্মশালা শ্রাবণ- আশ্বিন/ ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ মে) মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা -এর কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায় -এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব মোঃ আব্দুল আউয়াল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের পরিচাল্ কৃষি বিষয়ক কার্যক্রম, জনাব মো. আবুল হোসেন।
তাছাড়া কর্মশালায় দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়সহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট , মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরসহ কৃষি মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থার দায়িত্বপ্রাপ্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তাগণ প্রস্তাবিত সিডিউলের সফট কপি ও হার্ডকপি নিয়ে কর্মশালায় অংশগ্রহণ করেন।
মো.সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
০১৭৪৬৭৪৯০২০