মো. মেহেদী হাসান (বরিশাল)
‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহায্য’ এই প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় শহর বরিশালে ‘বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪’ উপলক্ষে জেলা পর্যায়ে এক বর্ণ্যাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১লা জুন) সকাল ১০.৩০ টায় নগরীর বিডিএস মিলনায়তন সভা কক্ষে বরিশাল জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বরিশাল কার্যালয়ের আয়োজনে এবং প্রাণিসম্পদ মন্ত্রালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিপি) সহযোগীতায় এ দিসবটি উদযাপিত হয়।
বরিশাল জেলার জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বরিশাল কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলা বিশ্বাসের সঞ্চলনায় বিশ্ব দুগ্ধ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর পরিচালক মোঃ লুৎফর রহমান এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তর (খামারবাড়ি) বরিশাল উপপরিচালক মোঃ মুরাদুল হাসান। তাছাড়াও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবীর।
অনুষ্ঠানে খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বরিশাল ডেইরী ফার্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মোনাছের হাওলাদার। এর পূর্বে স্বাগত বক্তব্য ও শুরুতে দুগ্ধ গুনাবলী নিয়ে প্রাম্যচিত্র পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বরিশাল জেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোঃ নূরুল আলম।
পাওয়ার পয়েন্ট উপস্থপনাকালীন সময়ে ড. মোঃ নূরুল আলম বলেন- স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু সর্বপ্রথম এ দেশের উন্নয়ন ক্ষেত্রে কৃষি ও ডেইরী ফার্মের প্রতি জোড় দিয়ে অস্ট্রেলিয়া থেকে ১২৫টি গাভী ও ষাড় আমদানী করেছিলেন। সেই ধারাবাহিকতা থেকে ধিরে ধিরে আজ বর্তমান প্রধানমন্ত্রী কৃর্ষি ও ডেইরী ফার্মের প্রতি গুরুত্ব দিয়ে এর উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।তিনি বলেন- দুধ কোন অনিরাপদ খাদ্য নয়। দুধ প্রকৃতির শ্রেষ্ট খাদ্য তাই আমাদের খামারী ভাইদের নিরাপদ দুধ উৎপাদন করার জন্য আহবান জানান।
এর আগে সংক্ষিপ্ত একটি র্যালির আয়োজন করেন আয়োজক কমিটি। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বরিশাল জেলার প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, বরিশাল, বরিশাল ডেইরী ও পোল্টি ফার্মাস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, ডেইরী খামারীসহ ভেটেরিনারি ও ঔষদ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।