চলতি মৌসুমে লিচুর কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি দিনাজপুরের চাষিরা। মৌসুমের শুরুতে তীব্র তাপদহ ও গরমের কারণে লিচুর ফলন প্রত্যাশামত না হলেও বর্তমান বাজার দরে স্বস্তি প্রকাশ করেছেন একাধিক লিচু চাষি। তবে দাম বেশি বলেও অস্বস্তির কথা জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
জানা যায়, চলতি বছর জেলায় ব্যাপকভাবে লিচুর চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন ভাল না হলেও এবার ৪০০ কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দিনাজপুরের বিভিন্ন বাজারে এরই মধ্যে এসেছে মাদ্রাজি, বেদানা, বোম্বাই ও চায়না-থ্রি জাতের লিচু। লিচুর আকার ও জাত ভেদে দামেও রয়েছে ভিন্নতা। বর্তমানে খুচরায় ১০০ লিচু সর্বনিম্ন ৪০০ ও সর্বোচ্চ এক হাজার ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
লিচু চাষি কেরামত আলী বলেন, এবার অতিরিক্ত গরম ও ঝড়ে অনেক লিচু নষ্ট হয়ে গেছে। এজন্য লোকসানের হাত থেকে বাঁচতে আগেভাগেই বিক্রি করে দিচ্ছি। কেননা, কিছুদিন পর দাম কমে যেতে পারে।
সদরের মাসিমপুর এলাকার মোসাদ্দেক হোসেন বলেন, আশা ছিল ভাল ফলন পাব কিন্তু এবার কয়েক দফায় ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন গাছে লিচু রাখলে ক্ষতির আশঙ্কা আছে। তাই সময়ের আগেই লিচু বিক্রি শুরু করেছি। দামও ভাল পাচ্ছি।
তিনি আরও বলেন, লিচুর দাম ভাল পেলেও লাভবান হচ্ছেন পাইকারী ব্যবসায়ীরা। তারা মাদ্রাজি লিচুর হাজার তিন থেকে তিন হাজার ৫০০, বোম্বাই তিন থেকে তিন হাজার ৮০০, বেদানা পাঁচ হাজার ৫০০ থেকে আট হাজার, হাড়িয়া সাত থেকে নয় হাজার এবং চায়না-থ্রি আকারভেদে আট থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছেন।
সূত্র: আধুনিক কৃষি খামার।