অদ্য ২৪.০৬.২০২৪ খ্রি.।
খোরশেদ আলম কুমিল্লা জেলার মধ্যম আশরাফপুর গ্রামের বসবাস করেন। তিনি বর্তমানে মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছেন। ৫০ শতাংশ পুকুরে বর্তমানে তিনি কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করছেন।
খোরশেদ আলম বলেন, মাছ চাষ একটি লাভজনক পেশা এই পেশা থেকে তিনি যা আয় করেন তা দিয়ে সংসার পরিচালনা করেছেন।
তার পুকুরে বর্তমানে রুই, কাতল, মৃগেল, কালিবাউস ও তেলাপিয়া জাতের মাছ রয়েছে। মাছগুলোর খাদ্য হিসেবে প্রাকৃতিক খাদ্য বেশি গ্রহণ করে। প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য শতাংশ প্রতি দুই মাস অন্তর অন্তর ২০০ গ্রাম ইউরিয়া ১০০ গ্রাম টিএসপি ও ৫০ গ্রাম এমপি সার ব্যবহার করেন।
প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি বাহির থেকে তেমন সম্পূরক খাবার প্রয়োগ করা হয় না।
মাছ চাষে প্রশিক্ষণ নিয়ে জানতে চাইলে তিনি জানান কোন প্রশিক্ষণ নেননি মাছ চাষ বিষয়ে কিন্তু ভবিষ্যতে প্রশিক্ষণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, কুমিল্লার পক্ষ থেকে মৎস্য চাষ বিষয় লিফলেট বিনামূল্যে প্রদান করা হয় এবং মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ নেয়ার জন্য পরামর্শ দেওয়া।
প্রতিবেদনকারী
মোঃ আল আমিন
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
আঞ্চলিক অফিস, কুমিল্লা।