০১.০৭.২০২৪ খ্রি.।
প্রচার-প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার সকাল ১১ টার সময় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, কুমিল্লা। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর কর্তৃক প্রকাশিত মুদ্রণ সামগ্রী মাঠ পর্যায়ে বিনামূল্যে বিতরণ করার জন্য কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ইপিজেড অঞ্চলে মৎস্য চাষি, খামারি, কৃষক, দোকানদার ও অন্যান্য পেশায় নিয়োজিত জনসাধারণের মাঝে বিভিন্ন ধরনের লিফলেট, ফোল্ডার মোট ১৬ জনকে বিনামূল্যে প্রদান করা হয়। তথ্য দপ্তরের মুদ্রণ সামগ্রীর মধ্যে প্রাণিসম্পদ বিষয়ক গবাদিপশুর ক্ষুরারোগ, গ্রামীণ পরিবেশে হাঁস পালন, গ্রামীণ পরিবেশে ছাগল পালন, কবুতর পালন, টার্কি পালন এবং মৎস্য বিষয়ক “পাবদা মাছ চাষ, কার্প জাতীয় মিশ্র চাষ, টেংরা মাছ চাষ, পাঙ্গাস মাছ চাষ, কালিবাউশ মাছ চাষ ব্যবস্থাপনা মুদ্রণ সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদে যেকোনো সমস্যা সমাধান এবং সরকার কর্তৃক যেকোনো সুযোগ সুবিধা, প্রশিক্ষণ, প্রণোদনা সকল বিষয়ে জানতে নিকটতম মৎস্য / প্রাণিসম্পদ অফিসের সাথে যোগাযোগ করতে বলা হয়। এতে করে জনসাধারণ মৎস্য ও প্রাণিসম্পদ পালনে উপকৃত হতে পারবেন। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের মোবাইল অ্যাপ “মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য ভান্ডার” সম্পর্কেও অবগত করা হয়।
প্রতিবেদনকারী :
খালেক হাসান
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
আঞ্চলিক অফিস, কুমিল্লা।