নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলায় ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন রোগ। গত ১০ দিনে শুধু জেলা সদরের সোনারায়, সংগলশী ও কুন্দপুকুর ইউনিয়নে শতাধিক গরু মৃত্যুর খবর পাওয়া গেছে।
গতকাল রবিবার সদর উপজেলার সোনারায়, সংগলশী ও কুন্দপুকুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে লাম্পি স্কিন রোগের খবর পাওয়া গেছে। এ রোগে মৃত্যুর চেয়ে আক্রান্তের সংখ্যা অনেক গুণ বেশি।
সোনারায় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, গত শনিবার রাতে এ রোগে আক্রান্ত হয়ে তাঁর একটি গরু মারা যায়। পল্লী পশু চিকিৎসকের কাছে চিকিৎসা দিয়েও গরুটিকে বাঁচাতে পারেননি তিনি।
সদর উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, লাম্পি স্কিন গবাদি পশুর একটি ছোঁয়াচে রোগ। আক্রান্ত পশুর প্রথমে সামনের পা ফুলে যায়।
নীলফামারী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিরাজুল হক বলেন, ‘জেলার বিভিন্ন গ্রামে গরুর লাম্পি স্কিন রোগে আক্রান্তের খবর আছে আমাদের কাছে।
খামারিদের তুলনায় প্রান্তিক কৃষকদের গরু এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। গরুর সঠিক পরিচর্যা, আক্রান্ত পশুকে মশারির ভেতর রাখা ও বাসস্থান পরিষ্কার-পরিছন্ন রাখার মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব।’