ঢাকা,০৪/০৭/২৪ খ্রি.
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে আজ (০৪/০৭/২৪) তারিখ বৃহস্পতিবার দুপুর ১২.০০ ঘটিকায় মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আব্দুর রহমান, এমপি। সভায় মন্ত্রণালয়ের সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দরসহ বিভিন্ন মন্ত্রণালয়/ সংস্থা/ মৎস্যজীবী হতে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় আগামী ৩১/০৭/২০২৪ তারিখ বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকায়, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এই উপলক্ষে জাতীয় মৎস্য পদক ২০২৪, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে ৪(চার) মিনিটের একটি প্রামাণ্যচিত্র ও মৎস্যমেলা প্রদর্শিত হবে।
তার আগে আগামী ৩০/০৭/২৪ তারিখ সকাল ৮.০০ ঘটিকায় মাননীয় মন্ত্রী জনাব মোঃ আব্দুর রহমান, এমপি-এর নেতৃত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, বিএফআরআই, বিএফডিসি এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-ছাত্রীবৃন্দ, মৎস্যজীবী, জেলে, বিভিন্ন মৎস্যজীবী/জেলে সংগঠনের প্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্য খাত সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের প্রতিনিধি, মৎস্য ব্যবসায়ীসহ অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সর্বসাধারণের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হবে। তাছাড়া ঐদিন সকাল ১১.০০ ঘটিকায় মৎস্য অধিদপ্তরের সভাকক্ষ ২য় তলায় প্রেস ব্রিফিং ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আব্দুর রহমান, এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। এছাড়া বিকাল ৫.০০ ঘটিকায় হাতিরঝিলে নৌ র্যালি অনুষ্ঠিত হবে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর এবারের স্লোগান হলো “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”।
মো.সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
০১৭৪৬৭৪৯০২০