মো. মেহেদী হাসান (বরিশাল)
০৩/০৭/২০২৪ খ্রি.
গতকাল বুধবার দুপুর ২.০০ ঘটিকায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, বরিশাল কর্তৃক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বরিশাল সদর, বরিশাল-এর কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার বিষয়ক ২০২৪-২০২৫ এর নৈতিকতা কমিটির প্রথম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ডা. প্রদীপ কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বরিশাল সদর, বরিশাল ও আয়ণ-ব্যয়ণ কর্মকর্তা, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক, অফিস, বরিশাল।
সভার শুরুতেই নৈতিকতা কমিটির সভাপতি মহোদয় সবাইকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের কার্যতালিকা উপস্থাপন করেন দপ্তরের সহকারী তথ্য কর্মকর্তা ও সদস্য সচিব, জাতীয় শুদ্ধাচার ও নৈতিকতা কমিটি, জনাব মো. আরাফাত হোসেন।
সভাপতি সকলকে তাদের স্ব স্ব অধিক্ষেত্রে নৈতিকতার সর্বচ্চ মানদন্ড বজায় রেখে বিদ্যমান বিধিবিধান মেনে দায়িত্ব পালনে আহবান জানান। সভায় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ এর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সবার বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত গৃহিত হয়:১.কর্ম পরিবেশ উন্নয়নে অফিস পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।২. ২০২৪-২০২৫ অর্থবছরে অনুমোদিত ক্রয় পরিকল্পনা ৩১-০৭-২০২৪ তারিখের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। এ সময় সভায় জাতীয় শুদ্ধাচার ও নৈতিকতা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।