ঢাকা, ১০/৭/২৪ খ্রি.।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে বাজেট প্রণয়ন, সরকারি দাপ্তরিক কাজে প্রমিত বাংলা ব্যবহারের নিয়ম ও তথ্য বাতায়ন হালনাগাদকরণের উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ (১০/০৭/২৪) বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে সকাল ৯.০০ টায় শুরু হয় এই প্রশিক্ষণ।
প্রশিক্ষণে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর (উপসচিব)। দিনব্যাপী প্রশিক্ষণে বাজেট বিষয়ে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আহাম্মেদ আলী, উপসচিব, বাজেট অধিশাখা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রশিক্ষণে তিনি বলেন, ২০২৪-২৫ নতুন অর্থবছরের শুরুতে তথ্য দপ্তর এ ধরণের প্রশিক্ষণ শুরু করেছে সে জন্য এ দপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কেননা অন্যান্য দপ্তর/সংস্থা বছরের শেষ পর্যায়ে এসে সকল ট্রেইনিং/প্রশিক্ষণ একসাথে করতে চাই; এর ফলে ভালোভাবে কোন কাজই সম্পন্ন করা যায় না।
এছাড়া দাপ্তরিক কাজে প্রমিত বাংলা বানান বিষয়ে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার জনাব মো. মোস্তফা । এছাড়া তথ্য বাতায়ন হালনাগাদকরণ বিষয়ে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার, আইসিটি শাখা, জনাব মো. মেহেদী হাসান । এছাড়া প্রশিক্ষণে মৎস্য প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় ও চারটি আঞ্চলিক অফিসের ৩৫ জন কর্মকর্তা- কর্মচারী প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে সভাপতি ও তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর (উপসচিব) প্রশিক্ষণে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।