২৮
ঢাকা, ১৪/০৭/২৪ খ্রি.।
চট্টগ্রামের ব্রাক লার্নিং সেন্টারে “A planning meeting with Red Chittagong Cattle (RCC) breeders of Bangladesh” শীর্ষক এক ভবিষ্যত কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয় আজ । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আনন্দ কুমার অধিকারী, পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. এ.কে ফজলুল হক ভূঁইয়া, এনিম্যাল ব্রিডিং এন্ড জেনেটিক্স বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. রুহুল আমিন, প্রফেসর ড. মো. মনির হোসেন, প্রফেসর ড. গৌড় চন্দ্র, সিভাসু, জনাব একেএম আরিফুল ইসলাম শাহীন, পরিচালক, আমেরিকান ডেইরি লিমিটেড। জনাব মোঃ শানে খোদা, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, কৃত্রিম প্রজনন ল্যাবরেটরী, সাভার, ঢাকা। ডা. সৈয়দ মোহাম্মদ ওয়ারেস কামাল, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, চট্টগ্রাম, জনাব মলয় কুমার মোদক, উপপরিচালক, সরকারি আরসিসি উন্নয়ন খামার, হাটহাজারী, চট্টগ্রাম । এছাড়া চট্টগ্রামের সকল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সকল এনজিও ও আরসিসি গরু পালনকারী আগ্রহী খামারি ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন।