ঢাকা, ১৫/০৭/২৪ খ্রি.।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের দাপ্তরিক কার্যক্রম বিষয়ে আজ(সোমবার) ১৫ই জুলাই ২০২৪ তারিখ সকাল ১০ টায় এ দপ্তরের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর (উপসচিব) এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এ দপ্তরের তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ, ডা. মো. এনামুল কবীর, তথ্য কর্মকর্তা (মৎস্য), জনাব মাহবুবা খানমসহ ১২জন কর্মকর্তা- কর্মচারী।
সভায় তথ্য দপ্তরের কাজকে সুষ্ঠুভাবে সামনে এগিয়ে নিতে উপস্থিত সকলের মতামতের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে ফাইল রেজিস্টার খোলা, নতুন অর্থ বছরের জন্য নতুন ফাইল মুদ্রণ, তথ্য দপ্তরের সুসজ্জিতকরণের জন্য ইন্ডোর প্ল্যান্ট ক্রয়, ল্যাপটপ ও ডেক্সটপ ক্রয় এবং ফ্লোরমেট ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়।
দাপ্তরিক কার্যক্রম বিষয়ে তথ্য দপ্তরে সভা অনুষ্ঠিত
২৬
previous post