১৫
ছয় ঋতুর দেশ হিসেবে পরিচিত আমাদের এই দেশ। ঋতু বৈচিত্র্যের কারণে এ দেশের মাটিতে ফলে নানা রকম শাক-সবজি। তাই কৃষকেরা ঋতুভিত্তিক চাষাবাদ করেন। প্রয়োজনের তাগিদে প্রতি মাসের প্রতিটি দিনই কিছু না কিছু কৃষি কাজ করতে হয়।
এখন চলছে শ্রাবণ মাস। বর্ষাকালের দ্বিতীয় ও শেষ মাস। এই শ্রাবণ মাসে (মধ্য জুলাই-মধ্য আগস্ট) আগাম রবি সবজি যেমন- বাঁধাকপি, ফুলকপি, লাউ, টমেটো, বেগুনের বীজতলা তৈরি ও বীজ বপন শুরু করা যেতে পারে।
বেশি ঘন করে চারা লাগালে তা আলো, বাতাস, পানি ও মাটিস্থ পুষ্টি গ্রহণের প্রতিযোগিতা সৃষ্টি হয়। তাই প্রত্যেকটি চারা সমপরিমাণ নির্দিষ্ট দূরত্বে লাগাতে হবে।