৭
কাকদ্বীপে পুকুরে চাষ করা ইলিশছবি: সংগৃহীত
ইলিশ গভীর জলের মাছ। নদী ও সাগরেই পাওয়া যায়। সেই ইলিশ পুকুরে চাষের জন্য পশ্চিমবঙ্গের মৎস্যবিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লক্ষ্য একটাই, পুকুরে ইলিশ চাষে সাফল্য এলে বাজারে মাছটি সহজলভ্য হবে। ফলে বাঙালির প্রিয় ইলিশের চাহিদাও অনেকটা মেটাতে পারবে পুকুরের ইলিশ।