শ্রাবণ মাসে খাল-বিল, নদী-নালা, পুকুর-ডোবা পানিতে ভরে যায়। ভাসিয়ে দেয় মাঠ-ঘাট, এমনকি বসতবাড়ির আঙিনা। এ সময় পুকুরের মাছের প্রতি বিশেষ যত্ন নিতে হয়। সময়মতো নিতে হবে ঠিকঠাক পদক্ষেপ। তাহলেই পাওয়া যাবে সফলতা।
আসুন জেনে নেওয়া যাক, শ্রাবণ মাসে পুকুরের মাছের কী যত্ন নিতে হবে—
মাছ চাষে করণীয়
১. চারা পুকুরের মাছ ৫-৭ সেন্টিমিটার পরিমাণ বড় হলে মজুত পুকুরে ছাড়ার ব্যবস্থা করতে হবে। সঙ্গে সঙ্গে গত বছরের মজুত পুকুরে ছাড়া মাছ বিক্রি করে দিতে হবে।
২. পানি বৃদ্ধির কারণে পুকুর থেকে মাছ যাতে বেরিয়ে না যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য পুকুরের পাড় বেঁধে উঁচু করে দিতে হবে অথবা জাল দিয়ে মাছ আটকে রাখার ব্যবস্থা করতে হবে।
৩. পানি বেড়ে গেলে মাছের খাদ্যের সমস্যা দেখা দিতে পারে। এসময় পুকুরে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে হবে। জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
আষাঢ়-শ্রাবণ মাস কৃষির জন্য হুমকির মাস হলেও সবার সম্মিলিত ও কার্যকরী সতর্কতা এবং যথোপযুক্ত কৌশল অবলম্বনের মাধ্যমে সমস্যাগুলো মোকাবিলা করা সম্ভব।
সূত্র: কৃষি তথ্য সার্ভিস।