মো. মেহেদী হাসান (বরিশাল)
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০জুলাই) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জনাব শহিদুল ইসলাম । জেলা মৎস্য কর্মকর্তা, রিপন কান্তি ঘোষ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিবৃন্দ। মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। সভায় মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, আবাসস্থলের সুরক্ষা, নাব্যতা বৃদ্ধি, সময়মত ভিজিএফ প্রদান সহ ভিভিন্ন বিষয় আলোচনা করা হয়।