১০
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও নৌ পুলিশের আয়োজনে শোভাযাত্রাটি উপস্থিত জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
শোভাযাত্রায় ১৫টি ক্যাটামেরাম বোট, নৌ পুলিশের স্পিডবোট, ফোল্ডিং বোট, ওয়াটার বাইকসহ শতাধিক পুলিশ সদস্য, মৎস্য অধিদপ্তর, বিএফডিসি, মৎস্যজীবীসহ মৎস্য রক্ষা ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরের প্রতিনিধি ও সদস্যরা অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর এবং নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান।
নৌ পুলিশের কর্মকর্তারা জানান, নৌ পুলিশ দেশের মৎস্যসম্পদ রক্ষা ও সংরক্ষণে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। এসব অভিযানের কারণে অবৈধ কারেন্ট জালের উৎপাদন বহুলাংশে বন্ধ হয়েছে এবং অবৈধ ও অসাধু মৎস্য শিকারিদের দৌরাত্ম্য কমে গেছে।
মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে দেশে মাছের প্রাচুর্য লক্ষ করা যাচ্ছে। দেশের অভ্যন্তরের আমিষের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে।
সূত্রঃ কালের কন্ঠ