৩৬
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কর্তৃক আয়োজিত “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশীয় মাছ সংরক্ষণ ও উন্নয়ন” শীর্ষক সেমিনার ০২ আগস্ট ২০২৪ (শুক্রবার) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, জনাব সাঈদ মাহমুদ বেলাল । সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচি্ জনাব মো. আব্দুল কাইয়ূম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর। সেমিনারে সভাপতিত্ব করেন বিএফআরআই এর মহাপরিচালক ড. মোহসেনা বেগম তনু। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মশিউর রহমান।