মরুভূমির প্রাণী দুম্বা পালন করে ব্যাপক সফলতা পেয়েছেন কিশোরগঞ্জের ভৈরবে দুম্বা। বর্তমানে তার খামারে ২৬টি দুম্বা রয়েছে। তার দেখাদেখি অনেকেই দুম্বা পালনে উদ্ধুদ্ধ হচ্ছেন বলে তিনি জানান।
জানা যায়, ২০১৮ সালে ইউটিউবে দুম্বা পালন বিষয়ক ভিডিও দেখে দুমা পালন করার ইচ্ছা পোষন করেন। পরবর্তীতে তিনি ৬টি দুম্বা কিনে স্বল্প পরিসরে শুরু করেন দুম্বা পালন। বর্তমানে তার খামারে ২৬টি দুম্বা আছে। শুরু থেকে এ পর্যন্ত তিনি ৭০ এর অধিক দুম্বা বিক্রি করেছেন। চলতি বছরে ১৬টি দুম্বা প্রায় ২৫ লাখ টাকায় বিক্রি করেন বলেও তিনি জানান।
এ প্রসঙ্গে সবুজ জানান, শুরুর দিকে শখের বসে শুরু করলেও বর্তমানে বাণিজ্যিকভাবে দুম্বা পালন করছি। এটি পালন খুবই সহজ। গমের ভুসি, ধানের কুড়া, ভুট্টা ভাঙা, সরিষার খৈল, চিটাগুড়, খড়, মাল্টিভিটামিন মিশিয়ে দিলেই হয়। বাচ্চাগুলো সাত-আট মাস বয়স হতেই প্রজনন শুরু করে।
তিনি আরও বলেন, রোগ প্রতিরোধক্ষমতা বেশি থাকায় দুম্বা পালনের তেমন বেগ পেতে হয় না। বেশি মূল্যের এই দুম্বা বিক্রি করতে তার কোনো চিন্তা করতে হয় না। টার্কি জাতের এ দুম্বার খামার করে তিনি এখন স্বাবলম্বী। দুম্বা বিক্রি করে বছরে ৪ থেকে ৫ লাখ টাকা আয় করেন তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরউজ্জামান তরফদার বলেন, ‘এ ধরনের খামার শুধু ভৈরবেই নয়, সারা দেশেই খুব একটা চোখে পড়ে না। এ পেশায় মানুষের মাঝে আগ্রহও বাড়ছে। দুম্বার রোগ প্রতিরোধক্ষমতা অনেক বেশি। তার পরও আমরা এই খামারিকে সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছি।’
সূত্র: আধুনিক কৃষি খামার