২৮
মনে রাখবেন, হাঁসের বাচ্চাকে সময়োপযোগী খাবার দিতে হবে। প্রথম ২ দিন পর্যন্ত মুড়ি বা চিড়া ভিজিয়ে নরম করে মেঝেতে ছিটিয়ে দিতে হবে। এরপর থেকে ১ মাস বয়স পর্যন্ত বাচ্চাকে শুধু ব্রয়লারের স্টাটার পিলেট ফিড পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। কারণ হাঁসের বাচ্চা শুকনো খাবার খেতে পারে না। খেয়াল রাখতে হবে, খাবার যেন বেশি ভিজে না যায়।
মনে রাখতে হবে, হাঁস প্রচুর খায় এবং তার ভাবটা সব সময়—এটা খাই, ওটা খাই। সুতরাং সুষ্ঠুভাবে হাঁস পুষতে হলে তার খাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তাহলেই মাংস ও ডিমের প্রকৃত জোগান সম্ভব।