ঢাকা, ১৩.৮.২০২৪ খ্রি.।
প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার অধিদপ্তরের সম্মেলন কক্ষে বেলা ১০.০০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিজ ফরিদা আখতার,মাননীয় উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাঈদ মাহমুদ বেলাল হায়দর,সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ রেয়াজুল হক ,মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর।
সভায় প্রধান অতিথি মিজ ফরিদা আখতার , তৃণমূল পর্যায়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের সেবা যাতে আরো সহজ হয় সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যাতে মাংস ,দুধ, ডিম আরও সহজে গ্রহণ করতে পারেন সে বিষয়ে নির্দেশনা দেন । তাছাড়া তিনি গবাদিপশুর চামড়ার মূল্য বাণিজ্যিকভাবে আরও বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম বিষয়েও দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়া সভায় বিশেষ অতিথির বক্তব্যে জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, গ্রামীণ পর্যায়ে খামারিদের ইন্টারনেটের কানেক্টিভিটি বৃদ্ধি পেয়েছে; বিশেষকরে প্রাণিম্পদ অধিদপ্তরের লাইভস্টক ডায়েরি এ্যাপস ব্যবহার করে খামারীরা অনেক তথ্য খুব সহজে পাচ্ছেন। তিনি উপদেষ্টাকে প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন কাযক্রম ও অভিজ্ঞাতার কথা বলেন।
অন্যদিকে সভায় শুরুতে অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচিতি তুলে ধরেন । এ সময় তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের সকল প্রতিষ্ঠান, প্রাণিসম্পদ অধিদপ্তরের লক্ষ্য ও উদ্দেশ্য, সাফল্য এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।