ঢাকা,১২.৮.২৪ খ্রি.।
মৎস্য অধিদপ্তরে “মৎস্যখাতের সম্ভাবনা ও ভবিষ্যতে করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার( ১১.৮.২৪) মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিজ্ ফরিদা আখতার, মানীয় উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, সম্মাননীয় সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মোঃ আলমগীর, মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর। কর্মশালায় মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এক নজরে বিভিন্ন কার্যক্রম সমূহ উপস্থাপন করা হয়।
কর্মশালায় উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার সকলকে আন্তরিকতার সাথে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া কর্মশালায় মৎস্য অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।