আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ‘এসব পণ্যের দাম কীভাবে কমানো যায়, কী কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে বাণিজ্যসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে। এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, উৎপাদকরা অর্থাৎ খামারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এ ছাড়া উৎপাদন খরচ কমানোর দিকেও কাজ করা যেতে পারে।
এ সময় তিনি নিরাপদ মাছ মাংস দুধ ডিমের উৎপাদনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। দামটা এমনভাবে কমাতে হবে যাতে খামারীরা ক্ষতিগ্রস্ত না হয়; উৎপাদনকারীরারা যাতে ন্যায্য দাম পায় সে বিষয়টি তার কথায় উঠে আসে। ফিড, একদিন বয়সী মুরগির বাচ্চা সহ মাছ, মাংস, দুধ ও ডিম এসব উৎপাদন করতে কি রকম খরচ হয় সে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে বলে জানান তিনি।
উৎপাদকের স্বার্থ যেন রক্ষার হয় সে বিষয়টি বিশেষ গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি।