১৯১
ঢাকা,২০-৮-২৪ খ্রি।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে বিসিএস মৎস্য ক্যাডারের জনাব মোঃ জিলুর রহমানকে। গতকাল(১৯-০৮-২৪) সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোঃ হেমায়েত হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। আদেশটি আজ(২০-৮-২৪) মঙ্গলবার থেকে জনস্বার্থে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত ২৮ শে ডিসেম্বর ২০২৩ থেকে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন সৈয়দ মো. আলমগীর।