চলছে ইলিশের ভরা মৌসুম। সরগরম হয়ে উঠেছে চাঁদপুরে পদ্মা-মেঘনার বড় স্টেশন মাছঘাট। সেখানে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ বেচাকেনা চলছে। তবে সারা দেশে চাঁদপুরের ইলিশের ব্যাপক চাহিদার অনুপাতে বাজারে মাছটির আমদানি কম, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও নিচে। এ কারণে ইলিশের দাম এখনো তুলনামূলকভাবে চড়া বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও জেলেরা।
গতকাল রোববার দুপুরে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, ৯০০ গ্রাম থেকে ১ কেজি আকারের পদ্মা-মেঘনার (চাঁদপুরের) তাজা ইলিশ বেচাকেনা চলছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার সাড়ে ৭০০ টাকা দরে। এর চেয়ে বড় ১ কেজি ২০০ গ্রাম থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। আর নোয়াখালীর হাতিয়া বা সাগর অঞ্চলের ইলিশের বেচাকেনা চলছে এর চেয়ে ১০০ থেকে ২০০ টাকা কমে।
সূত্র :প্রথম আলো