২৭/০৮/২০২৪ খ্রি.
তারিখে
মাহাবুব ইসলাম ঢাকার নারায়নগঞ্জ জেলায় মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। সংসারে অভাব অনটন থাকার কারনে বেশিদূর পড়াশোনা করতে পারেনসনি। মাত্র ষষ্ঠ শ্রেণী পযন্ত পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকেই তিনি মাছ চাষ করার স্বপ্ন দেখেন। তার এই স্বপ্ন থেকেই তিনি মাছ চাষ শুরু করেন। বর্তমানে তিনি মাছ চাষকে প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছেন।
নিজস্ব পুকুর না থাকায় বর্তমানে ৮০ শতাংশ পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। তার পুকুরে বর্তমানে বিভিন্ন প্রজাতির অর্থাৎ রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়া, চিতল, শোল মাছের মিশ্র চাষ করছেন। পুকুরে মাছের এসব প্রজাতি মিলিয়ে প্রায় ২ টন মাছ রয়েছে।
মাছের পোনা সংগ্রহের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ময়মনসিংহরে বিভিন্ন খামার থেকে তিনি সুস্থ সবল পোনা সংগ্রহ করেন ,
খামারে শ্রমিকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বর্তমানে তিনি নিজেই খামারটি সার্বক্ষনিক দেখাশুণা করছেন। মাহাবুব প্রতিদিন সকাল ও বিকাল মোট দুই বার খাদ্য প্রয়োগ করছেন। খাবারের বিষয়ে তিনি বলেন বাজারেরে রেডি ফিস ফিড বিশেষ করে প্যারাগন কোম্পানিক ফিড ব্যবহার করেন। খামারে মাছের রোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন তার খামারে তেমন কোন রোগবালাই হয় নাই।
খামারের মাছ ঢাকার বিভিন্ন স্থানে এবং মাছ বাজারে বিক্রি করেন । মাহাবুব আরও বলেন তিনি অন্য কোন পেশার সাথে জড়িত না থাকার কারনে মাছ বিক্রির টাকা দিয়ে তিনি তার পারিবারিক ব্যয় নির্বাহ করে থাকেন। ভবিষ্যতে মাহাবুব আরও পুকুর লিজ নিয়ে মাছ চাষ করবেন বলে জানান।
মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা তা জানতে চাইলে মাহাবুব বলেন মাছ চাষ বিষয়ক কোনো প্রশিক্ষণে তিনি অংশগ্রহণ করেননি। তবে ভবিষ্যতে তিনি প্রশিক্ষণ গ্রহণ করতে চান। এসময় মাহাবুবকে মৎস্য বিষয়ক যেকোন প্রশিক্ষণ গ্রহণ করার জন্য উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়।
তরুণদের উদ্দেশ্যে মাহাবুব বলেন, মাছ চাষ একটি লাভজনক পেশা এই পেশাকে কাজে লাগিয়ে পারিবারিক পুষ্টির চাহিদ পূরণ করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়।
পরিশেষে মাহাবুব ইসলামকে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, প্রধান কার্যালয় কর্তৃক প্রকাশিত মাছ চাষ বিষয়ক বিভিন্ন মুদ্রন সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেন মো. মো.আল আমিন, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক এবং খামারির স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন মো. সামিউল ইসলাম,অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর।
প্রতিবেদনকারী
(মো. আল আমিন)
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
আঞ্চলিক অফিস, ঢাকা।