২৯/০৮/২০২৪তারিখ
প্রাতিষ্ঠানিক কোন লেখাপড়া না থাকার পরও মাছ চাষ করে সফলতা অর্জন করেছেন জাকির হোসেন। বর্তমানে জাকির ৬৫ শতাংশ পুকুরে পাঙ্গাস মাছের একক চাষ করছেন ।
প্রাতিষ্ঠানিক লেখাপড়া না থাকার পরও নিজ উদ্যোগে ৬৫শতাংশ পুকুর পাঁচ বছরের জন্য লিজ নিয়ে পাঙ্গাস মাছের একক চাষ শুরু করেন ।
জারিক হোসেন বলেন সর্বপ্রথম মাছ চাষ করে তেমন লাভবান হতে পারে নি।ব্যর্থতার পরও তিনি মাছ চাষ ছেড়ে না দিয়ে নিজ উদ্যোগে লিজ নিয়ে মাছ চাষ করেন।
খাবার বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন জানান বিভিন্ন কোম্পানির তৈরীকৃত ফিস ফিড মাছকে খাদ্য হিসাবে সকাল ও বিকাল প্রদান করেন।তাছাড়া জাকির প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য প্রতি শতাংশে ২০০গ্রাম ইউরিয়া ও ১০০গ্রাম টিএসপি ব্যবহার করে থাকেন।
শ্রমিকের বিষয় ও মাছের পোনা সংগ্রেহ বিষয়ে জানতে চাইলে বলেন এক জন লোক সার্বক্ষনিক দেখাশোনা করেন । এই খামারকে কেন্দ্র করে এক জন লোকের কর্মসংস্থান হয়েছে।ময়মনসিংহেন ত্রিশাল উপজেলার বিভিন্ন বেসরকারী খামার থেকে মাছের পোনা সংগ্রহ করেন।
মাছ বিক্রির বিষয়ে জাকির বলেন তার খামারের মাছ স্থানীয় মাছ বাজার ও ঢাকার বিভিন্ন মাছের বাজারে বিক্রি করেন। তবে মাছের খাদ্যের দাম বেশী হওয়ার ফলে বেশী লাভ করতে পারছেন না। আয়ের অণ্য উৎস্য না থাকার কারনে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালানো এবং সংসারের ব্যয়ভার এই খামারের আয়ের অর্থ দিয়ে মিটিয়ে থাকেন।
মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ নিয়ে জানতে চাইলে তিনি বলেন ব্যস্থতার কারনে তিনি কোন ধরনের প্রশিক্ষন নেন নি । এসময় জাকির হোসেন কে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষন গ্রহন করার জন্য সংশ্লিষ্ঠ মৎস্য অফিসে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়।
পরিশেষে জাকির হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, প্রধান কার্যালয় কর্তৃক প্রকাশিত মাছ চাষ বিষয়ক –দেশী কৈ মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা ,একুরিয়ামে মাছ পালন পদ্ধতি,কালিবাউস মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন,গুতুম মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন, মাহাশোল মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা ,গনিয়া মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা ,বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ,গুজি আইড় মাছের প্রাকৃতিক প্রজনন ,পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা বিষয়ক মুদ্রন সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রতিবেদনটি তৈরীতি সহায়তা করেন মো.আল আমিন, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক এবং খামারির স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন মো. সামিউল ইসলাম,অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর।
প্রতিবেদনকারী
(মো. আল আমিন)
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
আঞ্চলিক অফিস, ঢাকা।