ঢাকা,২২/৮/২৪ খ্রি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে বন্যা ও বন্যা পরবর্তী খামারিদের করণীয় :
১. গবাদিপশু ও হাঁস মুরগিকে যথাসম্ভব উঁচু ও শুকনা জায়গায় এবং সম্ভব হলে মাচা বা বেড়া দিয়ে নিরাপদে রাখা এবং প্রয়োজনে ত্রিপল ব্যবহার করে অস্থায়ী তাবু বা সেড নির্মাণ করে রোদ বৃষ্টি থেকে রক্ষা করতে হবে।
২. গবাদিপশু ও হাঁস মুরগির স্বাস্থ্য সুরক্ষায় জরুরী পশু খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহর নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. অসুস্থ গবাদিপশু ও হাঁস- মুরগির জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
৪. বন্যা কালীন গবাদিপশু ও হাঁস -মুরগির বাসস্থান নিয়মিত ও জীবাণুমুক্ত রাখাতে হবে।
৫. মৃত গবাদি পশু ও হাঁস- মুরগি সমূহকে মাটির নিচে পুঁতে ফেলার জন্য খামারিদের পরামর্শ প্রদান করতে হবে।
৬. গো-খাদ্য সংকট নিদর্শনের লক্ষ্যে আমিও প্রশাসনের সাথে সমন্বয় সাধন পূর্বক গবাদিপশুর জন্য ত্রাণ ফান্ড থেকে পশু খাদ্য প্রয়োগ ও বিতরণের উদ্যোগ গ্রহণ করতে হবে।
৭. বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে গবাদি পশু ও হাঁস -মুরগিকে কৃমি মুক্ত ও প্রতিষেধক টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে।