আসাদুল আলম,রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি,প্লাবনভূমি, ধানক্ষেত, প্রতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সরকারি জলাশয়ে মাছের পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলার ভুঁইয়াগাতি এলাকায় ফুলজোড় নদীতে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, উপজেলা মৎস অফিসার ড. মো. হাফিজুর রহমানসহ মৎস্য অফিসের কর্মচারীরা। উপজেলা মৎস্য কর্মকর্তা ড.মো. হাফিজুর রহমান জানান, ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় সরকারী জলাশয়ে ৩৬৬ কেজি কার্প জাতীয় পোনা মাছ রায়গঞ্জের ফুলজোড় নদীর ৭টি স্থানে অবমুক্ত করা হয়েছে।
সূত্র: দৈনিক তৃতীয় মাত্রা