কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষতি পুষিয়ে নিতে এবং আমন আবাদে উৎপাদন বৃদ্ধির লক্ষে এ প্রণোদনা দেওয়া হয়।
সোমবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে বীজ, সার ও নগদ অর্থ দেওয়া হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, আকস্মিক বন্যায় এ উপজেলার ৩ হাজার ৭৭২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে রোপা আউশ ধান ২ হাজার ৬৫০, আমন বীজতলা প্রায় ১৪৮, রোপা আমন প্রায় ৮৭৬ ও শাকসবজি ৯৮ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বন্যার এই ক্ষতি পুষিয়ে নিতে এ উপজেলার দুই হাজার ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে।