ছোট খামার করে আস্তে আস্তে সফল উদ্যোক্তা হওয়া যায় সেটাই প্রমাণ করলেন বরিশাল সদর উপজেলার ৯নং টুংগীবাড়ীয়া ইউনিয়নের সোমরাজী গ্রামের অমল দেবনাথ। একাধারে তিনি ইউপি সদস্য আবার সফল উদ্যোক্তা। তিনি সখের বসত দুটি গরু নিয়ে ছোট একটি খামার গড়ে তোলেন। পরে খামারি ব্যবসা লাভ জনক হওয়ায় আস্তে আস্তে খামারের পরিধি বৃদ্ধি করেন। এখন তার দুটি খামারে মোট গাভী আছে ১২ টি, ষাঁড় গরু ০৮ টি, বাছুর ০৫ টি। তিনি জানান, তার খামারে সব মিলিয়ে ২৫ টি গরু আছে। বরিশাল সদর উপজেলার ৯নং টুংগীবাড়ীয়া ইউনিয়নে পৈত্রিক সম্পত্তি ২ (দুই) একর জমিতে এই খামার গড়ে তোলা হয়েছে। গরুর খাবার ব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে আামাদের জানান, তার খামারের উৎপাদন খরচ কম কারণ তারা গরুর খাবারের জন্য বাহিরের ফিডের উপর নির্ভরশীল নয়। তার বাবার পতিত জমিতে বৃহৎ পরিসরে ঘাস চাষের ব্যবস্থা রয়েছে, এখান থেকে গরুর খাবারের যোগান আসে সিংহভাগ।
তিনি জানান, গোখাদ্য হিসেবে নিজস্ব প্রায় ৯০ শতাংশ জমিতে নেপিয়ার এবং সুইট লেমন জাতের ঘাস চাষ করা হয়েছে। প্রতিদিন এসব ঘাস কেটে গরুগুলোকে খাওয়ানো হয়। পাশাপাশি খড়, খইল, ভুসিসহ বিভিন্ন ধরনের গোখাদ্য দেওয়া হয়। গরুর পাশাপাশি রয়েছে তার কার্প জাতীয় মিশ্র মাছ চাষের ০২ টি পুকুর। যার আয়তন করেন ৪৫ শতাংশ ও ২৫ শতাংশ করে । পুকুরে মাছের খাবার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পুকুরে প্রাকৃতিক খবারের পাশাপাশি বাহির থেকে খাবার প্রদান করেন। সকাল ও বিকাল ২ বেলা মাছের খাবার (ফিড) প্রয়োগ করে থাকেন তার পুকুরে রয়েছে গড়ে ২-৩ কেজি সাইজের মাছ।
এ বিষয়ে অমল দেবনাথ বলেন, ‘আমি শুধু লাভের আশায় গরু এবং মৎস্য খামার তৈরি করিনি। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এবং গবেষণার জন্য এ খামার প্রতিষ্ঠা করেছি। সরকারি স্বীকৃতি পেলে আরও অনেক কিছু করার ইচ্ছা আছে। তাঁর খামারে বর্তমানে ২ জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে ।
তাকে মাছের পোনা সংগ্রহের ব্যাপারে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার থেকে সুস্থ সবল পোনা সংগ্রহ করে তার পুকুরে অবমুক্ত করার পরামর্শ দেওয়া হয়।
সবশেষে, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর কর্তৃক প্রকাশিত মুদ্রণ সামগ্রীর মধ্যে “সাইজে গোখাদ্য সংকটে সমাধান, উন্নত জাতের ঘাস চাষ, গবাদিপশুর সুষম খাবার তৈরির উপকরণও খাওয়ার নিয়মাবলী, বর্ষা মৌসুমে তাজা ও ভিজা কড় সংরক্ষণ, গরু হৃষ্টপুষ্টকরণ প্রযুক্তি ইউরিয়া মোলাসেস স্ট্র, পুকুরে পাঙ্গাস মাছ চাষ, কালিবাউশ মাছ চাষ, কার্প জাতীয় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনার” বিষয়ে বিভিন্ন ধরনের লিফলেট/ফোল্ডার বিনামূল্যে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন এ দপ্তরের ২ জন কর্মচারী জনাব মো. আরাফাত হোসেন, সহকারী তথ্য কর্মকর্তা ও জনাব মো. নাঈম আকন , অডিও ভিজ্যুয়াল ইউনিট মেকানিক।
৪০
previous post