সাম্প্রতিক বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষতি পর্যালোচনা পূর্বক উত্তরণের লক্ষ্যে গত ২৫ ও ২৮ আগস্ট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ:
১. দপ্তর/ সংস্থার রাজস্ব বাজেটের পরিচালন খাত হতে আন্তঃখাত সমন্বয়পূর্বক প্রচলিত বিধি-বিধানের আলোকে জরুরী ভিত্তিতে উপকরণ সহায়তার ব্যবস্থা করতে হবে;
২. প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে পুনর্বাসনের জন্য কি পরিমান অর্থ প্রয়োজন তা নির্ধারণ করা এবং প্রয়োজনীয় অতিরিক্ত বাজেট প্রদানের জন্য; অর্থ বিভাগে পত্র প্রেরণ করতে হবে
৩. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে বন্যা দুর্গত এলাকাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ত্রাণ বরাদ্দের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে অনুরোধ জানাতে হবে;
৪. সরকারি মৎস্য হ্যাচারি হতে স্বল্পমূল্যে পোনা সরবরাহের ব্যবস্থা গ্রহণ করতে হবে;
৫. মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত কার্যক্রমের অব্যয়িত অর্থ বন্যা কবলিত এলাকার চাষিদের মাঝে বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে:
৬. খামারিদেরকে বিদ্যুৎ বিল রেয়াত/ ভর্তুকি প্রদানের জন্য বিদ্যুৎ বিভাগে অনুরোদ পত্র প্রেরণ করতে হবে।
৭. প্রান্তিক পর্যায়ের খামারীদের উপকরণ সরবরাহ ও অন্যান্য সহযোগিতা সংশ্লিষ্ট অধিদপ্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে;
৮. গবাদিপশু ও হাঁস মুরগির জরুরী চিকিৎসা সেবা ও রোগ প্রতিরোধ টীকা প্রদানের ব্যবস্থা করতে হবে;
৯. গবাদি পশু পালনকারী এবং কৃষক গণের মাঝে উন্নত জাতের গাছের কাটিং বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে;
১০. বন্যা কবলিত জেলা/ উপজেলায় নিকটস্থ জেলা হতে সাময়িকভাবে প্রয়োজনীয় জনবল পদায়ন/ দায়িত্ব প্রদান-পূর্বক চাষী/ খামারীদের সেবা নিশ্চিত করতে হবে;
১১. জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাগণ যথাক্রমে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে সমন্বয় রেখে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতপূর্বক পশু খাদ্য বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে;
১২. বন্যা দুর্গত এলাকায় মৎস্য উপসখাতের সরবরাহ নিশ্চিত করতে হবে;
১৩. ক্ষতিগ্রস্ত খামারীদের মাঝে অবকাঠামোগত উন্নয়নসহ সেট ও কুকুরের পাক মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।