সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ২১:১০ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৪১
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এনজিও এবং সংগঠন বাংলাদেশের একটি শক্তি। সরকারের বাইরেও বিশাল জ্ঞানের ভাণ্ডার আছে এনজিওগুলোর মাঝে। তারা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। নিরাপদ মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন বাড়াতে এনজিওসহ যারা যারা কাজ করছে, তাদের সবার মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
বুধবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন এনজিও এবং সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন তিনি। এ সময় এনজিও প্রতিনিধিরা মাঠের অভিজ্ঞতার আলোকে কিছু সুপারিশ তুলে ধরেন।
বৈঠকে মৎস ও প্রাণী সম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. রেয়াজুল হক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিল্লুর রহমানসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।