পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মান্নান হোসেন নামের এক জেলের জালে পাখাওয়ালা একটি বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। বুধবার বিকেল ৫টার দিকে চরমোন্তাজ ইউনিয়নের বুড়াগৌরাঙ্গ নদীতে এ বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুড়াগৌরাঙ্গ নদীতে জেলে মান্নান হোসেন মাছ ধরার জন্য জাল ফেলে। হঠাৎ তার জালে মাছটি ধরা পড়ে। মাছটি ধরার পর স্থানীয় স্লুইস বাজারে নিয়ে যায় জেলে মান্নান।
বিরল প্রজাতির পাখাওয়ালা মাছের খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ মাছটি দেখতে স্লুইস বাজারে ভিড় জমায়। তবে কেউ এ মাছটির বৈজ্ঞানিক নাম বলতে পারেননি।
জেলে মান্নান হোসেন বলেন, হঠাৎ জালে মাছটি ধরা পড়ে। স্থানীয়রা এটিকে ‘কাউয়া মাছ’ বলে। আমি মাছটি বিক্রি করব না, বাড়ি নিয়ে রান্না করে খাব।
জানতে চাইলে রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক আজিজ বলেন, মাছটি দেখতে প্রজাপতির মতো। এটি সামুদ্রিক মাছ। জলবায়ু পরিবর্তনের ফলে নদীর মোহনায় চলে আসায় জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি বিরল প্রজাতির বললেও এ মাছের বৈজ্ঞানিক নাম কি তা জানাতে পারেননি এ মৎস্য কর্মকর্তা।