ঢাকা ১১-০৯-২৪ খ্রি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আখতারের সভাপতিত্বে গত রোববার সকাল ১১.০০ টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নিম্ন বর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ
১. দপ্তর/সংস্থার রাজস্ব বাজেটের পরিচালন খাত হতে আন্ত:খাত সমন্বপূর্বক প্রচলিত বিধি-বিধানের আলোকে জরুরীভিত্তিতে উপকরণ সহায়তার ব্যবস্থা করতে হবে;
২. প্রকৃত ক্ষয়ক্ষতি নিরুপণের মাধ্যমে পুনর্বাসনের জন্য কি পরিমাণ অর্থ প্রয়োজন তা নির্ধারণ করা এবং প্রয়োজনীয় অতিরিক্ত বাজেট প্রদানের জন্য অর্থ বিভাগে পত্র প্রেরণ করতে হবে;
৩. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে বন্যা দুর্গত এলাকাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ত্রাণ বরাদ্দের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে অনুরোধ জানাতে হবে।
৪. প্রান্তিক পর্যায়ের খামারিদের উপকরণ সরবরাহ ও অন্যান্য সহযোগিতা সংশ্লিষ্ট অধিদপ্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে;
৫. খামারিদেরকে বিদ্যুৎ বিল রেয়াত/ভর্তুকি প্রদানের জন্য বিদ্যুৎ বিভাগে অনুরোধপত্র প্রেরণ করতে হবে;
৬. গবাদিপশু ও হাঁসমুরগীর জরুরি চিকিৎসা সেবা ও রোগ প্রতিরোধ টিকা প্রদানের ব্যবস্থা করতে হবে;
৭. গবাদিপশু পালনকারী এবং কৃষকগণের মাঝে উন্নত জাতের ঘাসের কাটিং বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে;
৮. বন্যা কবলিত জেলা/উপজেলায় নিকটস্থ জেলা হতে সাময়িকভাবে প্রয়োজনীয় জনবল পদায়ন/দায়িত্ব প্রদানপূর্বক চাষী/খামারীদের সেবা নিশ্চিত করতে হবে;
৯. ক্ষতিগ্রস্থ সকল ছোট/বড় মৎস্য খামারীদের জন্য সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, কৃষি ঋণ বিতরণকারী ব্যাংক এবং এনজিও বিষয়ক ব্যুরোকে অনুরোধ করে পত্র প্রেরণ করতে হবে;
১০. সরকারি মৎস্য হ্যাচারি হতে স্বল্প মূল্যে পোনা সরবরাহের ব্যবস্থা গ্রহণ করতে হবে;
১১. মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত কার্যক্রমের অব্যয়িত অর্থ বন্যা কবলিত এলাকার চাষিদের মাঝে করতে হবে;
১২. মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের এনআইডিভিত্তিক একটি স্বয়ংসম্পূর্ণ তালিকা দ্রুত প্রস্তুত করে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) প্রেরণের উদ্যোগ গ্রহণ করতে হবে;
১৩. বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ খামারীদের জন্য পূনর্বাসন কার্যক্রম যেমন-মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিদ্যমান ঋণের কিস্তি অন্তত ০১ (এক) বছরের জন্য স্থগিত রাখার ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হলো’
১৪. বন্যাদুর্গত এলাকায় মৎস্য ও পশুখাদ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে;
১৫. ক্ষতিগ্রস্ত খামারীদের মাঝে অবকাঠামোগত উন্নয়নসহ শেড ও পুকুরের পাড় মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে’
১৬.বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে যে সকল ক্ষেত্রে অর্থ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এনজিও বিষয়ক ব্যুরো এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) এর অনুমোদন/সহায়তা প্রয়োজন হবে তা উল্লেখপূর্বক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দপ্তরে লিখিতভাবে প্রস্তাব প্রেরণ করবে;
১৭. বন্যা কবলিত এলাকায় পোল্ট্রি খামারিগণকে একদিনের বাচ্চা মুরগির (DOC) সরবরাহ করার লক্ষ্যে প্রয়োজনীয় ভর্তুকি প্রদানের বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করবে;
১৮. সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার হতে স্বল্প মূল্যে পোনা সরবরাহের ব্যবস্থা গ্রহণ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করবে;
১৯. মৎস্য ও পশুখাদ্যের আমদানি নির্ভর উপকরণের তালিকাসহ শুল্কমুক্ত/শুল্ক হ্রাসের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনে পত্র প্রেরণ করতে হবে;