৭৬
ঢাকা,১৫-৯-২৪ খ্রি।
খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তাবৃন্দের সাথে গতকাল শনিবার (১৪/০৯/২০২৪ তারিখ) দুপুর ১২.০০ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো: জিল্লুর রহমান। এই সময় পরিচালক (অভ্যন্তরীণ মৎস্য) ও এসসিএমপি প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মো: জিয়া হায়দার চৌধুরী। সভাপতিত্ব করেন খুলনা বিভাগের উপপরিচালক জনাব মো: জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত ছিলেন উপপরিচালক, মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা জনাব মো: মনিরুল ইসলাম, উপপরিচালক (প্রশাসন) জনাব মো: মশিউর রহমানসহ খুলনা বিভাগের সকল জেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক, সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।