অদ্য১৫/০৯/২০২৪খ্রি.।
ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের আব্দুল লতিফ একজন মৎস্য চাষি। তিনি প্রথম ২০২২সালে মাছ চাষ শুরু করেন। আব্দুল লতিফ বর্তমানে ৫৫শতাংশ পুকুরে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ করছেন। আব্দুল লতিফ বলেন তার জলাশয়ে সিলভার কার্প ,রুই ,কাতল ,মৃগেল,ও কার্পিও এসব প্রজাতি মিলিয়ে শতাংশ প্রতি ৪০-৫৫টি পোনা ছাড়েন। পাশাপাশি শতাংশ প্রতি ২৫০টি তেলাপিয়া মাছের পোনা ও ছেড়েছেন ।
মাছের খাবার ব্যাপারে জানতে চাইলে লতিফ বলেন, সিপি কোম্পানির ডুবন্ত ফিশ ফিড মাছের খাবার হিসেবে ব্যবহার করেন । সকাল ১০.০০ টা ও বিকাল ৫.০০ টার দিকে দুইবার তিনি নিজ হাতে খাবার দিয়ে থাকেন। পুকুর দেখাশানার বিষয়ে বলেন লতিফ নিজে এবং তার পরিবার পুকুরটি দেখাশোনা করেন।
মাছের পোনা সংগ্রহের বিষয়ে তিনি বলেন, স্থানীয় মৎস্য খামারী ও সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার থেকে তিনি সুস্থ সবল পোনা সংগ্রহ করে তার পুকুরে অবমুক্ত করেন।
এছাড়াও মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা তা জানতে চাইলে লতিফ বলেন, উপজেলা মৎস্য অফিস থেকে তিনি কোন প্রশিক্ষণ পাননি; তবে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ের উপর প্রশিক্ষণ নিতে চান। এসময় তাকে সাভার উপজেলা মৎস্য অফিসে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষন নেয়ার জন্য যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
পরিশেষে আব্দুল লতিফকে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, প্রধান কার্যালয় কর্তৃক প্রকাশিত মাছ চাষ বিষয়ক –দেশী কৈ মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা ,একুরিয়ামে মাছ পালন পদ্ধতি,কালিবাউস মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন,গুতুম মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন, মাহাশোল মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা ,গনিয়া মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা ,বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ,গুজি আইড় মাছের প্রাকৃতিক প্রজনন ,পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা বিষয়ক মুদ্রন সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রতিবেদনটি তৈরীতি সহায়তা করেন মো.আল আমিন, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক এবং খামারির স্থিরচিত্র ধারণ করেন মো. ফাহিম রহমান রনি,অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর।
প্রতিবেদনকারী
মো. আল আমিন
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
আঞ্চলিক অফিস, ঢাকা।