ঢাকা,২১/০৯/২৪ খ্রি.।
চট্টগ্রাম বিভাগে সাম্প্রতিক বন্যা পরবর্তী সময়ে মৎস্য সম্পদের অবস্থা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ(২১/০৯/২৪) শনিবার সকাল ১০.০০টায় অডিটরিয়াম, মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জনাব মো. বেলাল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা, কুমিল্লা ও উপপরিচালক(অ.দা) মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, জনাব মোঃ জিল্লুর রহমান।
কর্মশালায় চট্টগ্রাম বিভাগে সাম্প্রতিক বন্যা পরবর্তী সময়ে মৎস্য সম্পদের অবস্থা ও ভবিষ্যৎ করণীয় ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সুনির্দিষ্ট সুপারিশমালা প্রস্তুত করা হয়েছে।
এছাড়া কর্মশালায় চট্টগ্রাম বিভাগের সকল জেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি, খামারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার লোকজন উপস্থিত ছিলেন।