তারিখ: ২১-২৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. সময় ০২:০০ টায়
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা উন্নয়ন বিষয়ক ০৩দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয় মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লায় । প্রশিক্ষণ আয়োজন করেন জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, চাঁদপুর।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , জনাব মো. জিল্লুর রহমান মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এবং জেলা মৎস্য কর্মকর্তা, কুমিল্লা ও জেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর। আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও ইলিশ সংশ্লিষ্ট জেলেগণ।
মৎস্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক, মো. জিল্লুর রহমান ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে নানামুখি উদ্যোগের কথা বলেন। এছাড়া তিনি , যে সময়টা ইলিশ ধরা নিষেধ থাকে সে সময় জেলেদেরকে অন্য পেশায় কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন । ইলিশ জেলেদের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে আওতায় যে একটি বকনা বাছুর অনুদান হিসেবে দেয়া হয় তা সঠিক পরিচর্যা ও লালন পালন করতে বলেন। এবং পাশাপাশি ইলিশ জেলেদের পরিবারের ছেলে-মেয়েদের পুষ্টি চাহিদার কথা উল্লেখ্য করে হাঁস-মুরগি, গরু , ছাগল, ভেড়া পালন ও এক ইঞ্চি জায়গা পতিত না রেখে জমিতে সবজি চাষ, মাছ চাষ করতে উৎসাহিত করেন। তিনি আরো বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ , ইলিশ সারা বছরই ডিম দিয়ে থাকে , এটি রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই আসন্ন ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে আমাদের বিরত থাকতে হবে। তিনি আরো বলেন, সরকার ইলিশ জেলেদের নিয়ে অবগত আছেন । তাদের নিয়ে নানার মুখী কাজ চলমান আছে। ইলিশ জেলেরা যেকোনো প্রয়োজনে নিকটস্থ মৎস্য অফিসে যোগাযোগ রাখবেন , এতে মৎস্য চাষী /জেলেরা বেশি উপকৃত হবেন। প্রশিক্ষণ চলাকালী মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ তথ্য দপ্তর, কুমিল্লা থেকে দুইজন কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রতিবেদনকারী:
খালেক হাসান, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, কুমিল্লা