২৫.০৯.২০২৪ খ্রি.
জলাতঙ্ক হলো এক ধরনের ভাইরাস জনিত জুনোটিক রোগ (অর্থাৎ যে রোগটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়)। রেভিস নামক এক ধরনের নিউরোট্রপিক ভাইরাস দিয়ে এই রোগ হয়।এই রোগ সাধারণত গৃহপালিত প্রাণী ও বন্য প্রাণীদের প্রথমে সংক্রমিত করে। বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৪ উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস,ঢাকার প্রচার-প্রচারণার অংশ হিসেবে জনসাধারনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় প্রচারের কাজে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস,ঢাকা থেকে মো.আল আমিন/মো.শাহরিয়ার হোসেন, কৃষি তথ্য কেন্দ্র সংগঠ, ও সাদেক আলী ,অফিস সহায়ক অংশ গ্রহন করেন।
মো.আল আমিন
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস,ঢাকা