২৬
একসময় গ্রামগঞ্জে প্রচুর দেশি মাছের দেখা মিলত। এখন আর সেসব মাছ খুব একটা দেখা যায় না। সুস্বাদু দেশি প্রজাতির এসব মাছ জেলেদের জালেও ধরা পড়ে খুব কম। সম্প্রতি একটি বাজারে গিয়ে দেখা মিলল দেশি প্রজাতির কিছু মাছের। নানা প্রজাতির মাছ নিয়েই ছবির এ গল্প।
দেশি প্রজাতির পাবদা মাছ। এখন বৃহৎ পরিসরে এ মাছ চাষও হচ্ছে।
বাজারে বিক্রির জন্য আনা দেশি প্রজাতির তারা বাইম মাছ। কেজি ১ হাজার ২০০ টাকা।
দেশি টাকি মাছ। এখন টাকি মাছ চাষও করা হয়।
দেশি প্রজাতির বড় পুঁটি ও খলশে মাছ।
দেশি মলা মাছ ৪০০ থেকে ৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
দেশি শিং মাছ। এখন অবশ্য এ মাছ চাষ করা হয়।
বর্ষা মৌসুমে বেশি ধরা পড়ে ছোট এসব মাছ।
দেশি ট্যাংরা মাছেরও দেখা পাওয়া গেল।
বিক্রির জন্য আনা জ্যান্ত দেশি কই মাছ।