জলাতঙ্ক হলো এক ধরনের ভাইরাস জনিত জুনোটিক রোগ (অর্থাৎ যে রোগটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়)। রেভিস নামক এক ধরনের নিউরোট্রপিক ভাইরাস দিয়ে এই রোগ হয়।এই রোগ সাধারণত গৃহপালিত প্রাণী ও বন্য প্রাণীদের প্রথমে সংক্রমিত করে।
জলাতঙ্ক রোগের কারণ ও প্রতিরোধ “বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৪” উপলক্ষে জলাতঙ্ক রোগ নির্মূলে প্রয়োজন সকল প্রতিবন্ধকতা নিরসন। আমরা কিভাবে জলাতঙ্ক রোগে আক্রান্ত হই, এ রোগটি হলে কি করণীয়, জলাতঙ্ক রোগের লক্ষণসমূহ এবং রোগটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বরিশালের স্থানীয় চৈমাথা বাজার , বটতলা , নতুন বাজার সহ অারো জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে এসাথে প্রাইমারি ও হাই স্কুল শিক্ষার্থীবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষের মাঝে।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর কর্তৃক প্রকাশিত মুদ্রণ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
এ কাজের অংশ হিসেবে সংশ্লিষ্ট দপ্তরের অডিও ভিজুয়াল ইউনিট অপারেটর, হৃদয় বিশ্বাস ও হাসিবুর রহমান এবং ক্যাশিয়ার কাম একাউন্টেন্ট, খাদিজা আক্তার, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হাসানুল ইসলাম এবং মিথুন চন্দ্র দে অংশগ্রহণ করেন।
প্রতিবেদনকারী:
হৃদয় বিশ্বাস, অডিও ভিজুয়াল ইউনিট অপারেটর
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস, বরিশাল।