২৬.০৯.২০২৪ খ্রি.
জলাতঙ্ক হলো এক ধরনের ভাইরাস জনিত মারাত্বক রোগ । জলাতঙ্ক একটি জুনেটিক রোগ। যে রোগটি মানুষসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীতে ছড়ায় । রেভিস নামক এক ধরনের নিউরোট্রপিক ভাইরাস দিয়ে এই রোগ হয়।এই রোগ সাধারণত গৃহপালিত প্রাণী ও বন্য প্রাণীদের প্রথমে সংক্রমিত করে।সারা বিশ্বে বছরে ৫৯,০০০ এর অধিক লোক মারা যায় জলাতঙ্ক রোগে । তারা মূলত শিশু কিশোর । ৯৯% জলাতঙ্ক রোগের উৎস মূলত কুকুর। বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৪ উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস,ঢাকার প্রচার-প্রচারণার অংশ হিসেবে জনসাধারনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তেজগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাএ ছাএীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় প্রচারের কাজে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস,ঢাকা থেকে মো.আল আমিন/মো.খাদেমুল ইসলাম/মো.শাহরিয়ার হোসেন, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক এবং মো. সামিউল ইসলাম অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর অংশ গ্রহন করেন।
মো. খাদেমুল ইসলাম
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস,ঢাকা