২৮.০৯.২০২৪ তারিখ
বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৪”এর প্রতিপাদ্য বিষয় Breaking Rabies Boundaries ” অর্থাৎ জলাতঙ্ক ব্যবস্থায় বাধাঁ দূর কে সামনে নিয়ে জেলা প্রাণিসম্পদ বরিশাল ,বরিশাল কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠান র্যালির মাধ্যমে সূচনা করা হয় সকাল ১০.০০ টায় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মো. লুৎফর রহমান , পরিচালক , বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর,বরিশাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ডা. মো. মোস্তাফিজুর রহমান , জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বরিশাল । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , প্রফেসর ডা. ফারজানা ইসলাম রুমি, মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ পবিপ্রবি (বরিশাল ক্যাম্পাস) এস এম অাকবর কবীর, সহযোগী অধ্যপক, মাইক্রোবায়োলজি বিভাগ,শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, ভেটেরিনারি অফিসারগণ, প্রান্তিক পর্যায়ের খামারিগণ। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. মো. মোস্তাফিজুর রহমান জলাতঙ্ক বিষয়ে টিকা প্রয়োগের নিয়ম, টিকার দাম, লক্ষণ এবং করণীয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন , ভেটেরিনারি সার্জন। তিনি জলাতঙ্ক রোগের আক্রান্ত হওয়ার প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এটি একটি ভাইরাস যা গৃহপালিত পশু থেকে মানুষের মধ্যেও ছড়ায়। এই জন্য অব্যশই জলাতঙ্ক টিকা দিতে হবে। এ দিবস উপলক্ষে ভেটেরিনারি হাসপাতাল থেকে অফিসে আগত সকল খামারিকে বিনামূল্যে এই টিকা দেয়া হবে বলে জানান। তিনি আরো জানান, আমাদের প্রাণিসম্পদ অফিসের উদ্দেশ্য হচ্ছে ২০৩০ এর মধ্যে জলাতঙ্ক নির্মূল করা। এছাড়াও বক্তব্য রাখেন এস এম আকবর কবির তিনি বলেন, আক্রান্ত পশুপাখি ছাড়াও আক্রান্ত মানুষকে সচেতন হতে হবে। কুকুর, বিড়াল কামড় দিলে অব্যশই ভ্যাক্সিন নিতে হবে। সর্বশেষ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তার বক্তব্য বলেন, আমাদের প্রাণিসম্পদ অফিসের মূল উদ্দেশ্য আপনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং এই রোগের লক্ষণ,কার্যক্রম সম্পর্কে অবগত করা।আপনাদের সকলের সহযোগিতায় ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূল করা।
প্রচারে: মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর,আঞ্চলিক অফিস,বরিশাল।